হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা ১ বছরে সেটা করছে : নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এরা এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা ১৬ বছরে করেছিল। সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে। কাজেই এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেসে রাখতে হবে। এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং।

সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘কিছুদিন আগে বিআইজিডি ব্র্যাকের একটা জরিপে দেখাল আওয়ামী লীগের সমর্থন ৭ শতাংশ, দ্যাট মিন্স এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, এস্টাবলিশ করা যে- আওয়ামী লীগে পরবর্তী ফাইনাল নির্বাচনের আগে দেখাবে ১০ থেকে ১৫ শতাংশ জনমত আছে। এইটা বাদ দিয়ে কিভাবে নির্বাচন করবে?’

নুর বলেন, ‘আমাদের অর্থনীতি ওয়েস্টার্ন বেস অনেকখানি, ১০ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের, ১৩ বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের। বিদেশিরা তখন বলবে, আমরা শার্ট প্যান্ট কেনা কমিয়ে দেব তোমাদের দেশে- যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো।

তখন ড. ইউনূস কিংবা রাজনীতিবিদদের অর্থনীতি বাঁচাতে হলে, দেশ চালাতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে।’

নুর আরো বলেন, ‘সস্তার বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি। সবচেয়ে বড় বিষয় গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেকহোল্ডাররা, গণ-অভ্যুত্থানের দাবিদাররা যা করলাম সেটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। এইটা বাস্তব।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *