সংবিধান সংশোধনের পর জাতীয় নির্বাচন: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)–এর সদস্যসচিব আখতার হোসেন স্পষ্ট জানিয়েছেন, সরকার চাইলে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে, তবে তার আগে সংবিধান সংশোধনের মাধ্যমে গণপরিষদ নির্বাচন অপরিহার্য। তার ভাষায়, “আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকে কেবল সংসদ নির্বাচন চায়। এখন সরকারের সিদ্ধান্ত নেওয়ার সময়।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে এই অবস্থান তুলে ধরেন আখতার। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর এনসিপির শীর্ষ নেতারা।

তিনি বলেন, এনসিপি জনমত গঠনের মাধ্যমে এ দাবিগুলো প্রতিষ্ঠা করছে। অল্প সময়ের মধ্যেই দলটি সারা দেশে বিস্তৃতি লাভ করেছে উল্লেখ করে আখতার যোগ করেন, “আমরা গণপরিষদ নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার এবং বিচার ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তনের জন্য কাজ করছি। পাশাপাশি সরকার যে সংস্কার আলোচনায় এনেছে, সেগুলো দ্রুত কার্যকর করতে জনমতও গড়ে তুলছি।”

আখতার হোসেন সতর্ক করে বলেন, কেবল সময়সীমা মেনে নির্বাচন আয়োজন করলেই হবে না। তার আগে অবশ্যই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, বিচার ব্যবস্থাকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠপর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা জরুরি। তার ভাষায়, “যত দ্রুত সরকার এসব নিশ্চিত করবে, তত দ্রুত নির্বাচন সম্ভব হবে। অন্যথায় নয়।”

বাংলাদেশে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নতুন সংবিধানের বাস্তবায়নের কথা আমরা অনেক আগেই বলেছি। সরকার যদি গণপরিষদ নির্বাচনের আয়োজন করে, তবে সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাব।”

দিনের শেষ ভাগে আখতার হোসেন পীরগাছার দেউতিসহ আশপাশের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন এবং পথসভায় বক্তব্য দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *