বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের পরিচয় আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। বিএনপি আমাদের সবার প্রাণের দল। বিএনপি প্রতিষ্ঠা হয়েছে জনগনের রাজনীতি করার জন্য। ইতিহাসের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। সাড়ে তিনবছর শহীদ প্রেসিডেন্ট জিয়া দেশ পরিচালনা করেছে। ভিক্ষার ঝুলি থেকে দেশকে উন্নত দেশের কাতারে নেওয়ার চেষ্টা করেছে। তার জানাজায় কমবেশি ৪০ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। তিনি জাতীকে বার্তা দিয়েছে, কিভাবে দেশপ্রেমিক হতে হয়। তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সামনে গিয়েও ফ্যাসিবাদের সাথে আপোষ করেননি। ঠিক তার ছেলে তারেক রহমানও আপোষ করেননি।
তারেক রহমানকে গনঅভ্যুত্থানের নায়ক উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন। সেজন্য তিনি অবিরাম আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। গত ১৭ বছরে হাসিনার ফ্যাসিজম দেখেছি। তাই আপনাদেরকে এই বার্তাটা দিতে চাই-আমরা শেখ হাসিনা উত্তরসূরী নয়। আমরা বেগম খালেদা জিয়ার উত্তরসূরী। হাসিনার আমলের মত কেউ দুর্নীতিতে জড়াবেননা। তাহলে হাসিনার মত অবস্থা হবে আমাদেরও। আজ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এই নির্বাচন ঠেকানোর জন্য দেশী-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে।
জামায়াতকে ইংগিত করে আযম খান বলেন, এই দলটি একদিকে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে, অন্যদিকে পিআরের জন্য আন্দোলন করছে। এগুলো জাতির সামনে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়। তারা গ্রামে গঞ্জে গিয়ে বলেছেন উমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আমাদের নবী করিম (সাঃ) ও এমন কথা বলেনি। কারণ বেহেশতের টিকেট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। এরা একদিকে ধর্মের সাথে প্রতারণা করছে। অন্যদিকে রাজনীতির সাথে প্রতারণা করছে। পিআর পিআর বলে লাফাচ্ছে । জনগন আপনাদের মত প্রতারকদের ভোট দিবেনা।
আজকে তারা বাড়ি বাড়ি গিয়ে বলেন,আমাদেরকে ভোট দেন। না হলে আপনি মারা গেলে জানাজা পড়াবে কে? ৭-৮ ভাগ মাওলানা আপনাদের সাথে আছে। আর বিএনপির সাথে ৯০ ভাগ মাওলানা রয়েছে।
তিনি আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী,বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দীন সাবু, যুগ্ন আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।
আযম খান আরও বলেন, ৭১ কে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। ওই ধর্মীয় দলটি জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানকে ৭১ এর সাথে তুলনা করে। কিন্তু ৭১ একবার আসে। ৭১ দুইবার আসেনা।
তিনি বলেন,নীল নদের পানি যেমন নীল নয়। ওই দলের ইসলামও ইসলাম নয়। এরা হলো মওদুদীর ইসলাম। বিএনপিতে জঙ্গীবাদের কোন স্থান নেই।
আযম খান বলেন,আগামী ৫০ বছর জিয়া পরিবার দেশ পরিচালনা করবে। আর আমরা কোটি কোটি মানুষ জিয়া পরিবারের সাথেই থাকবো।
সম্মেলন শেষে জামাল উদ্দীনকে সভাপতি ও সিরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে রামগতি উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন। সাথে সাহেদ আলী পটুকে সভাপতি ও আল আমিন মুর্তজাকে সাধারণ সম্পাদক করে রামগতি পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।