মাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বায়েজিদ বোস্তামি নামের ওই যুবককে। তিনি স্থানীয় নওশের বিশ্বাসের ছেলে এবং জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির পাশে খড়ের গাদার ভেতর থেকে মরিচা ধরা সিলভার রঙের একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে যৌথ বাহিনী। অস্ত্র উদ্ধার হওয়ার পরপরই বায়েজিদকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এমবি বাকের (MB Baker), মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির, বলেন—“বায়েজিদ আমাদের দলের নতুন সমর্থক। তবে আগে সে বিএনপির সঙ্গে যুক্ত ছিল। সামাজিক বিরোধের জেরে এলাকার প্রতিপক্ষরা শত্রুতার কারণে তাকে ফাঁসিয়েছে।”
অন্যদিকে, বিষয়টি নিশ্চিত করে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা (Mina Mahmuda) জানান—“৫ আগস্টের আগে সে আওয়ামী লীগে সক্রিয় ছিল। এরপর বিএনপির সঙ্গে চলাফেরা করত এবং বর্তমানে জামায়াতকে অনুসরণ করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।” তিনি আরও বলেন, “অস্ত্র আইনে মামলা দায়েরের পর বায়েজিদকে আদালতে পাঠানো হয়েছে।”


