বিএনপিই দেশের সবচেয়ে গরিব রাজনৈতিক দল: মন্তব্য ইবি প্রো-ভিসির

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (Islamic University) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী দাবি করেছেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে আর্থিকভাবে দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার ভাষায়, ‘বাংলাদেশের দলগুলোর মধ্যে সবচেয়ে গরিব দল বিএনপি। তাদের তেমন কোনো টাকার উৎস নাই।’

সোমবার (২৫ আগস্ট) বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রেইনকোট বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক এম এয়াকুব আলী বলেন, “কেন্দ্রে ঘোষিত মানবিক কাজ আমাদের চালিয়ে যেতে হবে। কিন্তু এজন্য কোনো নির্দিষ্ট আর্থিক উৎস নেই। তবুও বিএনপি এই কাজ অব্যাহত রেখেছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়া। দেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতির শরীরে কর্দমাক্ত হওয়ার নজির নেই, তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman) এর শরীরে ছিল। কারণ তিনি সাধারণ মানুষের মতো মাঠে কাজ করেছেন, তাদের সঙ্গে মিশেছেন। তাঁর সম্মানে শুধু রেইনকোট বিতরণ নয়, আমাদেরও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে।”

শহীদ রাষ্ট্রপতির জীবন ও আদর্শের প্রসঙ্গ টেনে প্রো-ভিসি বলেন, “জিয়াউর রহমান কখনো পরিবারের নামে কোনো ইন্ডাস্ট্রি বা কারখানা গড়ে তোলেননি। ইতিহাস সাক্ষী, তাঁর কাছে ছিল শুধু একটি ভাঙা স্যুটকেস, একটি পতিত সাইকেল ও একটি দ্বিচক্রযান। তিনি ছিলেন ত্যাগের প্রতীক। তাঁর আদর্শ ধারণ করতে হলে আমাদেরও সেক্রিফাইজ করতে হবে।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এম এয়াকুব আলী বলেন, “ফ্যাসিস্টমুক্ত দেশ এখন অনেকটাই নিরাপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ১৯ দফা কর্মসূচিতে ঐক্যের কথা বলেছিলেন। তা বাস্তবায়ন করতে পারলে জাতি গঠনের পথ সহজ হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম. মতিনূর রহমান, অধ্যাপক ড. জাকির হোসেন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি ও এস্টেট অফিস প্রধান মোহা. আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি মো. আব্দুল মঈদ বাবুল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *