হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার বিপুল পরিমাণ কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানা (Guyana)-এর এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে। পরদিন মঙ্গলবার (২৬ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া আক্তার (Sonia Akter) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কাতারের দোহা থেকে আসা একটি এয়ারলাইন্সের ফ্লাইটে করে ওই নারী বিপুল পরিমাণ কোকেন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন। আগাম তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। পরে অন অ্যারাবিয়াল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তার লাগেজ থেকে প্লাস্টিকের তিনটি জার উদ্ধার করা হয়। ওই জারের ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিমানবন্দর ইউনিটের প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এগুলো আসল কোকেন।
উপ-পরিচালক সোনিয়া আক্তার আরও জানান, ইনভেন্ট্রিকাল ও প্রাথমিক পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুজন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
তিনি বলেন, এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।