গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)-এর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul)। শুক্রবার রাত ১১টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
তবে সেই পোস্টের নিচেই ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)। তিনি কমেন্টে সরাসরি সমালোচনা করে লিখেন— “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। এই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”
এমন সরাসরি আক্রমণাত্মক মন্তব্যের পরপরই আসিফ নজরুলের নিন্দা পোস্টটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া সয়লাব হয়ে ওঠে। কেউ তার অবস্থানকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সুরকে সমর্থন করেছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে হামলা চালায় বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় দলটির সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক কর্মী আহত হন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ গণমাধ্যমকে জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।