গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর (Nurul Haque Nur)-এর ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ঘোষিত কর্মসূচিতে ছাত্র, যুব, শ্রমিকসহ সংগঠনের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিক্ষোভে সর্বোচ্চ সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan) কঠোর ভাষায় বলেন, ‘সেনাপ্রধানকে কৈফিয়ত দিতে হবে—এই হামলা তার নির্দেশে হয়েছে, নাকি অগোচরে ঘটেছে। প্রধান উপদেষ্টাকেও ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে, হামলার পেছনে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছিল, নাকি অন্য কারও। সরকারকে অবশ্যই জবাব দিতে হবে—বিচার করবেন কি করবেন না।’
এই হুঁশিয়ারিমূলক বক্তব্যের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদ স্পষ্ট করেছে যে, নূরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তারা দেশের সর্বত্র প্রতিবাদকে আরও বেগবান করতে প্রস্তুত।