চেতনা ফিরেছে নুরের,সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সেনাবাহিনীর সেই সাথে দুইজন সন্দেহভাজন ব্যক্তির (যারা পুলিশ কিংবা সেনাবাহিনীর সদস্য নয় ) মাত্রাতিরিক্ত লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার চেতনা ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

নূরুল হক নূরের ফেসবুক পেজে আজ শনিবার (৩০ আগস্ট) সকালে একটি পোস্টে তার শারীরির অবস্থার সর্বশেষ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‌‌‘ভিপি নূরের আপডেট! গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সকলে তার জন্য দোয়া করবেন।’

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নুরের ফেসবুক পেজে দাবি করা হয়েছে, জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে ভিপি নুরকে রক্তাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তার ফেসবুক থেকে আসা একাধিক লাইভে দেখা গেছে, মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় দলীয় নেতাকর্মীদের তাকে স্ট্রেচারে করে হাসপাতলে নিয়ে যেতে দেখা যায়।

একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় জাপা নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *