গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মাথা, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। একই সঙ্গে মাথার ভেতরে রক্তক্ষরণও হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
শনিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রক্তাক্ত অবস্থায় নুরুল হককে জরুরি বিভাগে আনা হয়। তাঁর নাকের ভেতরে গজ ব্যান্ডেজ দেওয়া ছিল। আনার সঙ্গে সঙ্গেই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষার পর রাতেই বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং সকালে মাথার সিটিস্ক্যান সম্পন্ন হয়। সিটিস্ক্যান রিপোর্টে দেখা গেছে, নুরের মাথার হাড় ফেটে গেছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথার ভেতরে অল্প পরিমাণ রক্তক্ষরণ রয়েছে। তাঁর চোখ-মুখ ফুলে গেছে, চোখেও রক্ত জমে আছে। তবে শরীরের অন্য কোথাও আঘাত পাওয়া যায়নি।
শনিবার সকালে নিউরোসার্জারি, নাক-কান-গলা, চক্ষু ও ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নুরুল হক নুরকে পর্যবেক্ষণ করেছে। চিকিৎসকেরা মনে করছেন, আপাতত তাঁর কোনো অপারেশনের প্রয়োজন নেই। তবে তাঁকে শঙ্কামুক্তও বলা যাচ্ছে না।
নুরুল হক নুরের চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণে মেডিকেল বোর্ড আজ বৈঠকে বসবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।