রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (Jatiya Party) (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে সেখানে পৌঁছালে গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad) (জিওপি)-এর নেতাকর্মীরা হামলার মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিওচিত্রে দেখা গেছে, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং শারীরিকভাবে আক্রমণ চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, লাল রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তি গণঅধিকার পরিষদের ছাত্রনেতা সম্রাটকে নির্মমভাবে প্রহার করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং অনেকে হামলাকারীর পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে থাকেন।
এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার (৩০ আগস্ট) তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে দাবি করেন, ভিডিওতে দেখা লাল পোশাকধারী ব্যক্তি আসলে পুলিশ সদস্য। রাশেদ লিখেছেন, “লাল রঙের পোশাক পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং – ৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে।”
ঘটনার এ নতুন তথ্য প্রকাশের পর হামলাকারীর পরিচয় নিয়ে আরও তীব্র বিতর্ক শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।