নুরের ওপর হামলা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র : এ্যানি

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর (Nurul Haque Nur)-এর ওপর হামলাকে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (Shahid Uddin Chowdhury Annie)। শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

চৌধুরী এ্যানি বলেন, “৫ আগস্টের পর এক বছরেরও বেশি সময় পার হয়েছে। প্রশ্ন হচ্ছে—সব রাজনৈতিক দল কি আগের মতো ঐক্যের জায়গায় আছি? যে ঐক্য নিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গায় কি টিকে আছি? আমি তো তা দেখি না। তাহলে সমস্যাটা কোথায়?”

তিনি আরও প্রশ্ন তোলেন, কেন আজ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রক্তাক্ত হতে হলো। কারা তাকে আঘাত করেছে তা খুঁজে বের করার দাবি জানিয়ে তিনি বলেন, “এটা নিছক একটি হামলা নয়, এটা আরেকটি ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে।”

জামায়াতের উদ্দেশে এ্যানি সতর্ক করে বলেন, “ঐক্যের মধ্যে যদি সামান্যতম ফাটলও সৃষ্টি হয়, তাহলে সুযোগটা নেবে ফ্যাসিস্টরা। তারা দখল করবে, ষড়যন্ত্রকারীরা সক্রিয় হবে—যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু।”

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের যে প্রজন্ম এবং যে রাজনৈতিক দলগুলো মিলে ঐক্য গড়ে তুলেছিল, তাদের আবারও সেই শক্ত ঐক্য ফিরিয়ে আনতে হবে। এ ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব বলেও তিনি দাবি করেন।

লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *