ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আর কোনো আইনি জটিলতা থাকলো না। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাতিল করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এর ফলে আসন্ন ৯ সেপ্টেম্বরের নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা রইল না।
শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আদালতে দীর্ঘ সময়ের যুক্তিতর্ক শেষে বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
তবে একই দিন বিকেলে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার আদালত হাতে লেখা আপিল আবেদনের ভিত্তিতে হাইকোর্টের আদেশ সাময়িকভাবে স্থগিত করেন। চেম্বার আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিল দায়ের করতে। সেই নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত আপিল আবেদন করে এবং পরবর্তীতে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
হাইকোর্ট তার আদেশে বলেছিল, রিটকারী এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এস এম ফরহাদের বিরুদ্ধে আনা অভিযোগ আগামী ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এবং শেষ পর্যন্ত আপিল বিভাগ স্থগিতাদেশ বাতিল করে দেয়।
এর মধ্য দিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটলো এবং ডাকসু নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো।