আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন (Dr. Asaduzzaman Ripon)। রাজধানীর গুলশানে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক সেমিনারে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো স্থিতিশীলতা নেই। তার মতে, নেতৃত্বের সংকট ও লোভের কারণে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে এবং জাতীয় নির্বাচনের আগেই দেশে আরও গোটা-দুয়েক সরকার গঠিত হতে পারে।
রিপন কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ শাসনামলে দেশে ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল। তিনি দাবি করেন, মানুষ চায় সৎ ও যোগ্য নেতৃত্ব রাজনীতিতে আসুক। তার ভাষায়, শেখ হাসিনার পরিণতি ছিল ‘অনিবার্য’।
এ সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury)ও বক্তব্য দেন। তিনি বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে দেশ নির্বাচনবিহীন অবস্থায় আছে, অথচ আরও আগে ভোট হওয়া জরুরি ছিল। সময়মতো নির্বাচন না হওয়ায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হয়েছে এবং দেশ এখন ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
আমীর খসরু আরও উল্লেখ করেন, দেশের ব্যবসায়ী সমাজ এখন নির্বাচনের পর বিনিয়োগে নামবেন বলে অপেক্ষা করছেন। অথচ এর মধ্যে আন্দোলনের কৃতিত্ব নিয়ে দলগুলোর মধ্যে লড়াই চলছে—যা দেশের ভবিষ্যতের জন্য অশুভ সংকেত।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গেও তিনি কথা বলেন। তার মতে, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, তারা নিজেদের অবস্থানে ফিরে গেছেন। কিন্তু একদল মুক্তিযুদ্ধকে বারবার বিক্রি করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকেও রাজনৈতিকভাবে বিক্রি করা হচ্ছে। খসরু স্পষ্ট করে বলেন, বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, বরং এটি জনগণের আন্দোলন, জনগণেরই কৃতিত্ব।