‘যারা পিআর নির্বাচন চায় তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে’: বিএনপি নেতা

বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম (Abul Kalam) অভিযোগ করেছেন, নির্বাচনের মাঠে নানা ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দল বলছে পিআর ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, যা আসলে নির্বাচন বানচাল করার কৌশল। তার কঠোর হুঁশিয়ারি—“যারা এমন দাবি করছে তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।”

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি, ডাকাতিয়া নদীতে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আবুল কালাম বলেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান (Tarique Rahman) আগামীতে যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর হাতে গড়া প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিতে হবে দেশ ও জাতির সেবায় কাজ করার। তার ভাষায়, “আজ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হবে না। ফ্যাসিস্ট যেভাবে পালিয়েছে, ষড়যন্ত্রকারীরাও পালাতে বাধ্য হবে। এজন্য আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ (Awami League) গত ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে অন্যায়-অপরাধ করেছে। তাদের দুঃশাসনে আমাদের নেত্রীসহ সব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে এর বিচার হবে।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, আবুল বাশার কিরন, এসএম মনসুর, গিয়াসউদ্দিন সৈকত, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুবদল নেতা রহমত উল্লাহ জিকু ও আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদার, সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মমিন খান, হাসান পাটোয়ারী, জসিম মেহেদী, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *