ধানমন্ডিতে আ. লীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা, আটক ৮

প্রতিকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে আকস্মিক বা ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত অংশের আট নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (Muhammad Talebur Rahman)। তিনি জানান, আটককৃতদের মধ্যে পরিকল্পনাকারী হিসেবে পরিচিত সজীবুল ইসলাম হৃদয়সহ মোট আটজন নেতাকর্মী রয়েছেন।

ডিবি কর্মকর্তাদের দাবি, ধানমন্ডি এলাকায় হঠাৎ করে মিছিল বের করার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছিল। তবে গোয়েন্দা পুলিশের তৎপরতায় সেটি ভেস্তে যায় এবং আটজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *