গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন (Rashed Khan) অভিযোগ করেছেন, দলের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)-এর বিদেশে চিকিৎসা নিয়ে একটি মহল ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে। তার দাবি, নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং তিনি বর্তমানে শর্টটাইম মেমোরি লস বা স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ সমস্যায় ভুগছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন রাশেদ খাঁন। তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে বিলম্ব করা হচ্ছে।”
রাশেদ খাঁন জানান, নুর কথা বলতে গেলেই তার বাক্য শেষ করতে সমস্যা হচ্ছে। কখনও অগোছালোভাবে কথা বলছেন, আবার কখনও দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন তিনি ওষুধ খেয়েছেন কি না। কথার মাঝেই অনেক সময় হঠাৎ ঘুমিয়ে পড়ছেন। একই সঙ্গে পায়ে ভর দিয়ে দাঁড়ানো বা শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণেও সমস্যা হচ্ছে।
তিনি আরও যোগ করেন, “নুরের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তার শরীর ও মানসিক অবস্থার উন্নতির জন্য দ্রুত বিদেশে নেওয়া জরুরি হলেও এ বিষয়ে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে বাধা দিচ্ছে।”