“আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপন হয়, আমি তাতেও রাজি।”—নিজ বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর এমন মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী (Kader Siddique), কৃষক শ্রমিক জনতা লীগ (Krishak Sramik Janata League)-এর প্রতিষ্ঠাতা সভাপতি।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়িও ভেঙেছিল। কিন্তু যদি এই সব কিছু ভেঙে দেশের কল্যাণ হয়, শান্তি ফিরে আসে, আমি প্রস্তুত।”
বসতভিটায় হামলা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাকে দালাল বলা হয়েছে—তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা কখনো দালাল ছিলাম না, দালালি করিনি। জয়বাংলা থাকবে কি না, সেটা দেশের মানুষ ঠিক করবে।”
কাদের সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার মনে হয়, দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ কি অন্তবর্তীকালীন সরকার দিচ্ছে, আমি নিশ্চিত নই। যদি আমার বাড়িই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ গরিব-দুঃখী মানুষের নিরাপত্তা কোথায়?”
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, “আমার বাড়ির ওপরে হামলার মধ্য দিয়েই যেন এই চোরাগুপ্তা হামলার অবসান হয়—এটাই আমার আবেদন।” একইসঙ্গে তিনি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান, “আপনারা জাগ্রত হোন, রুখে দাঁড়ান।”
এই সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।