ভোটকেন্দ্রে গিয়ে হতবাক জাবি শিক্ষার্থী, আগেই দেওয়া হয়েছিল তার ভোট

‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই হয়ে গেছে’—এমন অভিযোগ তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (Jahangirnagar University) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা এক শিক্ষার্থী। বৃহস্পতিবার শহীদ রফিক-জব্বার হলে স্থাপিত ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. রবিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, “আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে, আমি কোনোদিন ভাবিনি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়েছে। পরে রবিউল যখন তার আসল আইডি কার্ড নিয়ে ভোট দিতে আসে, তখন যাচাই করে বিষয়টির সত্যতা নিশ্চিত হই। আমরা ঘটনাটি ইতোমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *