রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড়ে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ (Awami League) ও এর অঙ্গসংগঠনের অন্তত ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম থানা।
ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নাটোর জেলার বড়বড়াই গ্রামের যুবলীগ কর্মী মো. আল আমিন (৩২), আ.লীগের সদস্য মো. আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চন্দ্রা ইউনিয়ন আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮), আ.লীগের সদস্য মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) এবং মো. আব্দুল আলীম (২২)।
দারুসসালাম থানা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টা ৪০ মিনিটে অভিযুক্তরা এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জানার পর থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে ১২ জনকে আটক করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।