‘ইসলাম কি আপনাদের গালি-গালাজের শিক্ষা দিয়েছে?’—জামায়াতকে উদ্দেশ্য করে নীলা ইসরাফিলের ক্ষোভ

আলোচিত নারী নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল (Nila Israfil) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক তীব্র বার্তায় সরাসরি জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-র রাজনীতিকে গালি ও অপমানের রাজনীতি বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে দলের আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)-এর প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তুলেছেন, ইসলামের নামে যে আদর্শের কথা বলা হয়, বাস্তবে সেখানে কেন শুধুই অশালীন ভাষা আর হুমকির রাজনীতি দেখা যায়।

নিজের ফেসবুক পোস্টে নীলা লিখেছেন, “ডা. শফিকুর রহমান সাহেব, আপনাদের জামায়াত ইসলামী মুখে ইসলামী আদর্শের কথা বলে অথচ কাজে দেখায় গালি আর অপমানের রাজনীতি। আমরা সাধারণ মানুষ যখন অন্য কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করি, সেখানে যুক্তি দিয়ে উত্তর আসে; কিন্তু আপনাদের জামায়াতকে নিয়ে প্রশ্ন তুললেই আমাদের ওপর ঝরে পড়ে কদর্য ভাষা আর হুমকি। আমি স্পষ্টভাবে প্রশ্ন করছি, ইসলাম কি আপনাদের এই গালি-গালাজের শিক্ষা দিয়েছে, নাকি আপনারা ইসলামকে আড়াল বানিয়ে নোংরা রাজনীতিই চালাচ্ছেন?”

গালির রাজনীতির বিরুদ্ধে নিজের অবস্থান আরও স্পষ্ট করে তিনি লিখেছেন, “আমি এই গালির রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জনগণকে ভয় দেখিয়ে, অপমান করে, কদর্য ভাষায় চুপ করিয়ে রাখার চেষ্টা যত করবেন, ততই প্রমাণ হবে, আপনাদের আসল শক্তি ইসলাম নয়, বরং গালির রাজনীতি।”

নীলা ইসরাফিলের এই সাহসী বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুরাগীদের সমর্থনও দেখা গেছে। কেউ লিখেছেন, “আপনার সাথে আমি একমত। ইসলামের লোকের মুখে ভাষা হবে সাবলীল।” আরেকজন মন্তব্য করেন, “জামাতের বিরুদ্ধে বললেই পিনাকি ইলিয়াস ভিডিও বানাবে। এদেরকে বাংলাদেশ নিষিদ্ধ করার আন্দোলন শুরু করো। না হলে জামাত ছাড়া দেশের সকলের ইজ্জত নিয়ে চিনিবিনি খেলবে।”

তবে সমালোচনাও এসেছে। একজন লিখেছেন, “আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন, আশা করি বুঝতে পেরেছেন।”

নীলার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে, যা জামায়াতের রাজনীতির বিতর্কিত দিকগুলোকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *