আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয়: উপদেষ্টা ফাওজুল

আওয়ামী লীগের শাসনামলের জাতীয় নির্বাচনকে ‘লায়লাতুল নির্বাচন’ আখ্যা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলে ভোট দেবেন, তা বলার অধিকার কারো নেই।”

তিনি স্পষ্ট করে জানান, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, আর তাই সরকার নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছে। তার ভাষায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সেখানে কে জিতবে, কে হারবে—এটা সরকারের বিষয় নয়। তবে কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনে কোনো দলের পক্ষে গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনের পর যে দলই সরকার গঠন করুক না কেন, সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব সেই দলের পক্ষেই পালন করবেন।

২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে ফাওজুল কবির বলেন, “ওই নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে। সেটাই ছিল আসল ‘লায়লাতুল নির্বাচন’।”

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই। যদিও শিল্পকারখানায় কিছুটা গ্যাসের ঘাটতি রয়েছে, যা অচিরেই সমাধান হবে। লোডশেডিং পরিস্থিতি সরকার সবসময় পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে মানুষের ভোগান্তির প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। ফাওজুল কবিরের মতে, উন্নয়নের কাজ করতে গিয়ে কিছুটা দুর্ভোগ হওয়া স্বাভাবিক, তাই এ নিয়ে অতিরিক্ত অভিযোগ করার কিছু নেই।

পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *