শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

চট্টগ্রামের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আহমদুল্লাহ (Allama Mufti Ahmadullah) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। রবিবার (১৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের ইলমি অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

শোকবার্তায় তারেক রহমান বলেন, “বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম মুফতি আহমদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবী থেকে তাঁর চিরবিদায়ে ইসলামী জ্ঞানের এক দিকপালের শিক্ষা থেকে বঞ্চিত হলো এ দেশের মুসলিম সমাজ। তিনি মানুষকে সৎপথে চলার জন্য কোরআন-হাদিসের আলোকে শিক্ষাদান করতেন।”

তিনি আরও বলেন, “বিনয়, প্রজ্ঞা ও সৌজন্যবোধ ছিল শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর স্বভাবজাত। জ্ঞান ও পাণ্ডিত্যে একজন খ্যাতিমান আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজনশ্রদ্ধেয়।”

তারেক রহমান বলেন, দেশের স্বনামধন্য এই ইসলামী চিন্তাবিদের ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বিনকে হারাল। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও গুণগ্রাহী-শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লামা আহমদুল্লাহ আজ (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, অসংখ্য শিষ্য ও অনুসারী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯টায় পটিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *