নবীনবরণে বাধা পেয়ে কলেজে হামলা-ভাঙচুর চালালো ছাত্রশিবির

পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানের দিন সংঘর্ষ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

সেদিন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সকাল থেকেই সাজসজ্জা চলছিল। অনুষ্ঠান শুরু হওয়ার কিছু পর হঠাৎ শিবির নেতা সোহান হোসেন (Sohan Hossain)-এর নেতৃত্বে কয়েকজন কর্মী ক্যাম্পাসে প্রবেশ করে দলীয় কর্মসূচি পালনের কথা জানায়। উপস্থিত শিক্ষকরা এ বিষয়ে আপত্তি জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিক্ষকদের অভিযোগ, একপর্যায়ে শিবিরের কর্মীরা কাঠের বাটাম, হাতুড়ি ও লাঠি দিয়ে প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা ও তিনটি শ্রেণিকক্ষের জানালা ভাঙচুর করে। তাদের বাধা দিতে গেলে কয়েকজন শিক্ষককে মারধরও করা হয়। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে।

অন্যদিকে ক্ষেতুপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সোহান হোসেন ভিন্ন বক্তব্য দেন। তিনি দাবি করেন, আগামী ২২ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে কর্মসূচি পালনের জন্য তিনি অধ্যক্ষের কাছে লিখিত অনুমতি চাইতে গিয়েছিলেন। তখন আওয়ামীপন্থী শিক্ষক বজলু স্যার তাকে আটকে রেখে অপমান করেন। এ সময় তিনি ফোন করলে তার কর্মীরা ক্যাম্পাসে আসেন এবং সেখানে বাকবিতণ্ডা হয়। তার অভিযোগ, বরং কিছু শিক্ষক তাদের লাঠি দিয়ে মারধর করেছেন এবং তাদের কর্মী আ. মজিদ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হামলা বা ভাঙচুরের অভিযোগ সোহান অস্বীকার করেন।

ঘটনার বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান (Anisur Rahman) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, বর্তমানে পরিস্থিতি শান্ত। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *