বিএনপি ছাড়লেন ৯ নেতা-কর্মী, যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

পঞ্চগড়ের বোদা উপজেলায় দলবদলের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ৯ জন নেতা-কর্মী এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জামায়াতে ইসলামীতে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তারা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে এই দলে যোগ দেন।

নবযোগদানকারীদের মধ্যে রয়েছেন কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি নুর মোহাম্মদ ও সাবেক সাধারণ সম্পাদক মো. সামসুল আলম। এছাড়া একই ওয়ার্ডের কর্মী হিসেবে পরিচিত ছিলেন মো. সাহেব আলী, মো. কোরবান আলী, মো. হুমায়ুন কবীর, মো. তোফাজ্জল হোসেন, মো. সুলতান আলী, মো. মনির হোসেন এবং মো. আব্দুল মালেক।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা আমির মাওলানা জাহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল্লাহ সুফি। এছাড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল করিম, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা এম আবু সাঈদ, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমির মাওলানা আশরাফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাকির হোসেন এবং তারবিয়াত সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন সভায় বক্তব্য দেন।

বিএনপি থেকে জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে সাবেক নেতা নুর মোহাম্মদ বলেন, “আমি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ছিলাম। ওয়ার্ড কমিটির সহ-সভাপতি হিসেবে কাজ করেছি, পরে নতুন ৭১ সদস্য কমিটিতে এক নম্বর কার্যকরী সদস্যের দায়িত্ব পেয়েছিলাম। তবে জামায়াতে ইসলামীর কার্যক্রম আমার কাছে ভালো লেগেছে, তাই আজ থেকে এই দলে যুক্ত হলাম।”

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বোদা উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহিদুর রহমান বলেন, “কিছুদিন আগে তারা আমাদের দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। শনিবার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোট ৯ জন বিএনপির নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমরা তাদের সাদরে গ্রহণ করেছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *