একীভূত হওয়ার আলোচনা চলছে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না। বরং একাধিক রাজনৈতিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ (Abdul Hannan Masud)।

শনিবার রাত ১০টার দিকে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাসউদ লিখেছেন, “এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার বিষয়ে আলাপ আলোচনা চলছে।”

তিনি আরও মন্তব্য করেন, তরুণদের শক্তি ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। বর্তমানে গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে একীভূত হওয়ার আলোচনা চলছে। আলোচনায় অগ্রগতি হলে আরও কয়েকটি দল এতে যুক্ত হতে পারে বলেও জানা গেছে।

তবে একীভূত হওয়ার পথে রয়েছে নানা জটিলতা। প্রশ্ন উঠছে—একীভূত হলে দলটির নাম কী হবে? নতুন কোনো নাম আসবে নাকি এনসিপির নামেই দলটি চলবে? আবার দলের প্রধান হবেন কে, আর দুই পক্ষের শীর্ষ নেতারা কোন পদে থাকবেন—এসব নিয়েও রয়েছে ধোঁয়াশা।

দুই দলের নেতারা অবশ্য জানাচ্ছেন, তারা আলোচনায় পর্যাপ্ত ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে বসছেন। একটি সূত্র বলছে, একীভূত হলে দলটি এনসিপি নামেই এগোতে পারে। সম্ভাব্য কাঠামো অনুযায়ী, দলীয় প্রধান হতে পারেন নাহিদ ইসলাম, আর নুরুল হক নুর থাকতে পারেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে অথবা অন্য কোনো সম্মানজনক অবস্থানে। এছাড়া, দুই দল থেকে পাঁচজন করে মোট দশজনের সমন্বয়ে গঠিত হতে পারে শীর্ষ পর্ষদ।

এ বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন (Rashed Khan) সাংবাদিকদের বলেন, “রাজনীতিতে সবসময়ই বিভিন্ন ধরনের আলোচনা হয়। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৩ সাল পর্যন্ত এনসিপির অনেকেই আমাদের সঙ্গে রাজনীতি করেছেন। সেই কারণেই আমাদের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে—কীভাবে দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করা যায়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *