অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত, মিত্রদের জন্য ৫০ আসন ছাড়বে বিএনপি: মেজর হাফিজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি (BNP)। দ্রুত তালিকা প্রকাশ করে প্রচারণায় নামার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (Hafiz Uddin Ahmed)। তিনি বলেন , “পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা ছাড়া কিছুই নয়।”

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মেজর হাফিজ জানান, বিএনপি ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায়। ইতোমধ্যে অর্ধেক আসনের প্রার্থী নির্ধারণ শেষ হয়েছে। বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও পরিচ্ছন্ন ইমেজকে গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকা প্রকাশের পরপরই মাঠে নামবে বিএনপি।

মিত্র দলগুলোর জন্য আসন ছাড়ার বিষয়েও অবস্থান জানালেন তিনি। তার ভাষায়, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর জন্য ৪০ থেকে ৫০ আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই।

জামায়াত ইস্যুতে স্পষ্ট করে তিনি বলেন, “জামায়াতকে এখন আর শত্রু মনে করা হয় না, তবে দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর। পিআরের দাবি মূলত বিএনপিকে ঠেকানোর কৌশল।”

এছাড়া এনসিপি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনাকে স্বাগত জানিয়ে তিনি মন্তব্য করেন, “তারা নির্বাচনের মাঠে বিএনপির ভাবনায় নেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *