সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (Tofail Ahmed) বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাঁর পরিবারের এক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, “ওনার শরীরটা ভালো না। উনি হাসপাতালে ভর্তি। ওনার জন্য দোয়া করিয়েন।”

দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিক সমস্যায় ভুগছেন প্রবীণ এই রাজনীতিবিদ। হুইলচেয়ারের ওপর নির্ভর করে চলাফেরা করতে হয় তাঁকে। স্ট্রোকের কারণে তাঁর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

রাজনীতিতে চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয় ভূমিকা রাখা তোফায়েল আহমেদ জাতীয় সংসদের সদস্য হিসেবে মোট নয়বার নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *