শৈশবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে খেলাধুলা করেছেন বলে দাবি করেছেন আলোচিত বক্তা মাওলানা তারেক মনোয়ার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে এ দাবি করতে দেখা গেছে।
ওই ভিডিওতে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে তারেক মনোয়ার বলেন, ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি।
তিনি আরও দাবি করে বলেন, ‘আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন। জিয়াউর রহমান (রহ.) আব্বাকে খুব ভালোবাসতেন।’
যদিও এখন পর্যন্ত ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি বাংলাদেশের খবর। তবে, এরই মধ্যে অনলাইনে সক্রিয়দের মধ্যে ভিডিওটি বেশ সাড়া ফেলেছে।