বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এর আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল বুধবার (১ অক্টোবর)। সেই সময়ের মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন পরিচালক প্রার্থী।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী তালিকা থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন মীর হেলাল উদ্দিন। এর ফলে এই আসন থেকে কেবলমাত্র একজন প্রার্থী হিসেবে থেকে গেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হচ্ছেন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনটি ঘিরে সবচেয়ে বড় চমক ছিল তামিম ইকবালের সরে দাঁড়ানো। তবে শুধু তিনি নন, আরও একাধিক প্রার্থীও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। ক্যাটাগরি-২ থেকে তামিম ছাড়াও প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাইদ ইবরাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস ও সাব্বির আহমেদ রুবেল।

এছাড়া ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন মীর হেলাল এবং ক্যাটাগরি-৩ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সিরাজ উদ্দিন আলমগীর। ফলে বিসিবির নির্বাচনকে ঘিরে যে প্রতিদ্বন্দ্বিতার চিত্র আঁকা হয়েছিল, তা শেষ মুহূর্তে ব্যাপকভাবে বদলে গেছে।

প্রত্যাহার লিস্ট : তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস); রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র); মাসুদুজ্জামান (মোহামেডান); সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স); মির হেলাল (চট্টগাম জেলা); সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি); ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স); সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ); তৌহিদ তারেক (পাবনা); অসিফ রাব্বানী (শাইনপুকুর); সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩); ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং); ফাহিম সিনহা (সুর্যতরিণ); সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস); ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *