পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল (Bangladesh Women’s Cricket Team)। পাকিস্তান নারী দলকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়ে টাইগ্রেসরা তুলে নিয়েছে ৭ উইকেটের বড় জয়। শুরু থেকেই বল হাতে প্রতিপক্ষকে চাপে ফেলে একতরফা আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যর্থতার ছাপ রেখেছে পাকিস্তান নারী দল (Pakistan Women’s Cricket Team)। ইনিংসে কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ রান এসেছে রামিন শামিমের ব্যাট থেকে—২৩ রান ৩৯ বলে। ফাতিমা সানা করেছেন ২২ রান এবং মুনিবা আলী সংগ্রহ করেছেন ১৭ রান।

বাংলাদেশি বোলাররা শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ধারায় ছিলেন। শর্ণা আক্তার মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। আর মারুফা আক্তার ঝলসে ওঠেন ৭ ওভারে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে, যা তাকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কার। পুরো দলীয় প্রচেষ্টায় পাকিস্তান অলআউট হয় ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ফারগানা হক ২ রানে আউট হলেও চাপ সামলান রুবিয়া হায়দার। তিনি এক প্রান্ত আগলে রেখে খেলেছেন ৭৭ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস, যেখানে ছিল ৮টি চমৎকার চার। অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান করে ফিরলেও দলের ভিত গড়ে দেন। এরপর সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিং জয়কে আরও সহজ করে তোলে—তিনি মাত্র ১৯ বলে ২৪ রান করেন, যেখানে ছিল ৬টি চার।

শেষ পর্যন্ত ৩১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয়ে আত্মবিশ্বাসী সূচনা করল টাইগ্রেসরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *