এনসিপি নেতাদের অনুরোধ রক্ষায় শাপলা প্রতীক দিয়ে দিলে মামলা না করার ঘোষণা মান্নার

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হলে কোনো মামলা করবেন না বলে ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (Mahmudur Rahman Manna)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।”

ফেসবুক পোস্টের কমেন্টে মান্না আরও লেখেন, তাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে নির্বাচন কমিশন (ইসি) অন্য কাউকেও এটি দিতে পারে না। তবে এনসিপির নেতারা তার কাছে গিয়ে অনুরোধ করেছেন। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের অভিজ্ঞতা, বয়স এবং শেখ হাসিনার “ফ্যাসিবাদ উৎখাতের লক্ষ্য” বিবেচনায় এনসিপির প্রতি তার দরদ রয়েছে। তাই শাপলা প্রতীক তাদের দেওয়া হলে তিনি অঙ্গীকার করছেন, কোনো মামলা করবেন না।

এদিকে, এনসিপিকে প্রতীক বেছে নিতে ইতোমধ্যেই চিঠি দিয়েছে ইসি। গত ৩০ সেপ্টেম্বর কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, এনসিপির নিবন্ধনের আবেদন প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হলেও তাদের প্রথম পছন্দ ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কারণ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১)-এর অধীনে প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা নেই।

চিঠিতে আরও বলা হয়, এনসিপি আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল ফোন—এই তিনটি প্রতীক পছন্দক্রমে উল্লেখ করেছিল। কিন্তু শাপলা তালিকায় না থাকায় তা দেওয়া যাবে না। ফলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০৮ (১) (খ)-এর বিধান অনুযায়ী দলটিকে ইসির প্রস্তাবিত তালিকা থেকে একটি নতুন প্রতীক বেছে নিতে হবে। এই প্রতীক একবার বরাদ্দ হলে তা এনসিপির জন্য সংরক্ষিত থাকবে, যদি না দলটি পরবর্তীতে অন্য কোনো প্রতীক নেওয়ার ইচ্ছা প্রকাশ করে।

এ অবস্থায় নির্বাচন কমিশন দলটিকে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে তাদের নতুন প্রতীক জানাতে বলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *