আ’লীগের বাতাসেই ‘পি আর’ এর দাবী : সালাউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed) সতর্ক করে বলেছেন, দেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তবে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তার ভাষায়, “পতিত ফ্যাসিবাদ আবারও সুযোগ পাবে, যা কোনোভাবেই জাতির জন্য কাম্য নয়।” তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তি জেগে উঠবে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

সালাহউদ্দিন বলেন, “‘পিআর’ মানে পার্মানেন্ট রেস্টলেসনেস বা স্থায়ী অস্থিরতা। এই ব্যবস্থায় স্থিতিশীল সরকার থাকে না। কয়েক মাস পরপর প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, সরকার বদল হয়। ফলে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না, দেশের উন্নয়নও থমকে যায়। বাংলাদেশের মতো রাষ্ট্রকে আমরা কখনোই এমন অস্থিরতার দিকে ঠেলে দিতে পারি না।”

তিনি অভিযোগ তোলেন, আওয়ামী লীগের (Awami League) কর্মকাণ্ডেই এখন ‘পিআর’-এর বাতাস বইছে। যারা আজ ‘পিআর-পিআর’ করছে, তাদের অনেকেই অতীতে ‘আমি-ডামি’ নির্বাচনে অংশ নিয়েছিল এবং আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে সহযোগিতা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা প্রশ্ন রেখে বলেন, “‘পিআর’ পদ্ধতিতে কি কোনো স্বতন্ত্র প্রার্থীর জন্য জায়গা থাকবে? তাদের সাংবিধানিক অধিকার কি অক্ষুণ্ন থাকবে?”

তিনি সাম্প্রতিক জরিপের ফলাফলকে অবিশ্বাসযোগ্য উল্লেখ করে বলেন, “যেখানে দেশের ৫৬ শতাংশ মানুষই ‘পিআর’ কী জানে না, সেখানে বলা হচ্ছে ৭০ শতাংশ মানুষ এটি চায়। এটি আসলে বিভ্রান্তি ছড়ানোর শামিল।”

হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন বলেন, “যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে ও দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের বলবো—জনগণকে বিভ্রান্ত করবেন না। নির্বাচন বিলম্বিত বা বানচালের চেষ্টা করা মানে অগণতান্ত্রিক শক্তিকে উত্থানের সুযোগ করে দেওয়া।”

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধান ছেলে খেলা নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। সংবিধানকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে দিতে হবে।” একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ১৯৭২ সালের সংবিধানও গণপরিষদের মাধ্যমে প্রণীত হয়েছিল, কিন্তু এক বছরের মধ্যে সেটি সংশোধন করতে হয়েছিল। তাই নতুন সংবিধান প্রণয়ন করলেই সেটি স্থায়ী হবে—এমন ধারণা ভ্রান্ত বলে মন্তব্য করেন তিনি।

গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে বিএনপি নেতা বলেন, “গণতন্ত্রে তর্ক-বিতর্ক হবে, ভিন্নমত থাকবে। কিন্তু জাতীয় ইস্যুতে ঐকমত্য গড়ে তুলতে হবে। যাতে জনগণ বিজয়ী হয়, এদেশের মানুষ বিজয়ী হয়।”

এসময় তিনি গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপি (NDP) চেয়ারম্যান আবদুল্লাহ্ আল হারুন (সোহেল)। সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি (NPP) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ এনডিপি নেতারা সভায় বক্তব্য রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *