অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছেন এবং নিজেদের সুরক্ষিত প্রস্থান বা ‘সেফ এক্সিট’-এর পথ খুঁজছেন।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “উপদেষ্টাদের অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু গড়ে তুলেছেন। তারা মনে করছেন রাজনৈতিক দলের সমর্থনই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে। সেই সমর্থন হারালে সরকার পরিচালনা করা সম্ভব হবে না—এই ভয়েই তারা সেফ এক্সিটের পরিকল্পনা করছেন।”

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং ক্ষমতায় গেলে সম্মিলিতভাবে দায়িত্ব নেওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি।”

সাবেক এই উপদেষ্টা অভিযোগ করেন, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে, কেউ কেউ আবার গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সময় এলে আমরা তাদের নামও প্রকাশ করব।” তিনি জানান, এসব উপদেষ্টা এখন রাজনৈতিক আঁতাতে ব্যস্ত, নিজেদের অবস্থান রক্ষা করাই তাদের একমাত্র চিন্তা।

ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কি না—এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, “ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকত না। প্রথম ছয় মাসে সরকারকে উৎখাতের নানা চেষ্টাই চলমান ছিল। এমনকি এখনো মাঝেমধ্যে সেই তৎপরতা দেখা যায়; ষড়যন্ত্র এখনও চলছে।”

তিনি আরও মন্তব্য করেন, “যদি রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজ একসঙ্গে জাতীয় সরকার গঠন করত, তাহলে ছাত্রদের কাঁধে এই ভার পড়ত না। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠনের সুযোগ হারানো একটি ঐতিহাসিক ভুল। সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হয়েছিল।”

বার্তাবাজার/এমএইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *