‘জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে’—এমন বক্তব্য দিয়েছেন সদ্য সাময়িক অব্যাহতি পাওয়া এনসিপি (NCP)-র কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ (Muntasir Mahmud)। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মুনতাসির লিখেছেন, “আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে। জুলাইয়ের গাদ্দারদের সব বেঈমানির রেকর্ড জনসম্মুখে প্রকাশ করা হবে। আল্লাহ ভরসা।”
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না তা জানতে চেয়ে শোকজ নোটিশও পাঠানো হয়েছে। রবিবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
অব্যাহতির আদেশে উল্লেখ করা হয়েছে, “আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party)-র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি আদেশ আজ থেকে কার্যকর হবে।”
একই সঙ্গে আদেশে আরও বলা হয়, “আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।”
এছাড়া, একই দিনে মুনতাসির মাহমুদকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (Bangladesh Red Crescent Society)-র উপ-পরিচালক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সংস্থাটির সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, মুনতাসির মাহমুদের নিয়োগপত্রের ধারা ৭ ও ৮ অনুসারে তার চুক্তিভিত্তিক চাকরি বাতিল করা হয়েছে, যা একই দিন দুপুর থেকে কার্যকর হয়।
অব্যাহতির পর রাতে দেওয়া আরেক ফেসবুক পোস্টে গুম হওয়ার আশঙ্কা প্রকাশ করেন মুনতাসির মাহমুদ। তিনি লিখেছেন, “জুলাইয়ের গাদ্দার আমাকে বলেছে, এই চেয়ারম্যান (রেড ক্রিসেন্ট) নাকি জামায়াতের লোক। জামায়াতের হয়ে আওয়ামী লীগ পুনর্বাসন করছে, তাই কোনো ব্যবস্থা নিতে পারবেন না। অথচ আজ এই গাদ্দারের নির্দেশে আমাদের ওপর পুলিশ হামলা হয়েছে। আমার কাছে সব প্রমাণ আছে। এভাবেই গাদ্দারি করে সেটা জামায়াত ও বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে।”
তিনি আরও লিখেছেন, “আমাকে হয়তো এখন প্রমাণ নষ্ট করার জন্য গুম করা হতে পারে। আমার ফোনে চার্জ নেই। আমি সময় নিয়ে সব প্রমাণ ফাঁস করব। আমি রেড ক্রিসেন্ট সোসাইটিতে আছি এবং যতক্ষণ না এই ফ্যাসিস্ট চেয়ারম্যান পদত্যাগ বা অপসারণ হচ্ছে, ততক্ষণ আমি শান্তিপূর্ণ অবস্থান নেব।”
নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি পুলিশের হামলায় শারীরিকভাবে অসুস্থ। দেশ ও জনগণের পক্ষে এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আমার অবস্থান স্পষ্ট। জীবন যাবে, কিন্তু জুলাইয়ের সঙ্গে গাদ্দারি মেনে নেব না। আপনারা আমার জন্য দোয়া করুন। মানুষের ভালোবাসা ও আল্লাহ ছাড়া আমি কাউকে ভরসা করি না। ফি আমানিল্লাহ।”