আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP) যদি বিধিমালার তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্যে থেকে নিজেদের পছন্দের প্রতীক না জানায়, তাহলে নির্বাচন কমিশন (ইসি) নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ (Akhtar Ahmed)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার আহমেদ বলেন, “১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। অন্যথায় কমিশন নিজে থেকেই সিদ্ধান্ত নেবে।” তিনি আরও জানান, কমিশনের মতে, ‘শাপলা’ প্রতীক হিসেবে তালিকায় রাখার প্রয়োজন নেই।
ইসি সচিব বলেন, “গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সরকার যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ীই নির্বাচন কমিশন কাজ করবে।”
এর আগে, বিধিমালায় নির্ধারিত ৫০টি প্রতীকের তালিকা থেকে নিজেদের প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু এনসিপি জানিয়েছে, তারা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নিতে রাজি নয়।