জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party (NCP)) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে তার দল কোনোভাবেই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা আইনিভিত্তি ছাড়া এবং অর্ডারের নিশ্চয়তা ছাড়া যদি সনদে স্বাক্ষর করি, সেটা হবে সম্পূর্ণ মূল্যহীন। পরবর্তী সরকার এলে কোন প্রেক্ষিতে এই সনদ কার্যকর হবে, কী টেক্সট থাকবে—আমরা তার নিশ্চয়তা চাই। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশীদার হবো না।”
তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। তার ভাষায়, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে প্রধান উপদেষ্টা জারি করবেন। সনদ স্বাক্ষরের আগেই যে আদেশটি হবে, তার খসড়ায় আমাদের ঐক্যমত থাকতে হবে। সেই ভিত্তিতেই আমরা সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করবো।”
নাহিদ ইসলাম বলেন, আদেশের খসড়াটি দল হিসেবে আগে থেকেই দেখতে চায় তারা। “ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই সেই জায়গা থেকে এটি প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং গভর্নমেন্ট হিসেবে ড. ইউনূস জারি করবেন,” তিনি যোগ করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদে প্রস্তাবিত ৮৪টি সংস্কারের বিষয় একত্রে গণভোটে তোলা হবে। সেই গণভোটে ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো পৃথক কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্নগুলো আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত করে দেখাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
নাহিদ ইসলাম বলেন, “গণভোটের মাধ্যমে যদি জনগণ সনদ অনুমোদন করে, অর্থাৎ সনদের পক্ষে ভোট দেয়, তাহলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের জন্য কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে। এই বিষয়ে সবাই মোটামুটি একমত। তবে এখনো আমাদের কাছে স্পষ্ট নয়—এর সংশোধনী কীভাবে হবে।”