কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও সেটি কোনোভাবেই জাতীয় ঐক্য হিসেবে গণ্য করা যায় না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম (Nahid Islam)। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এই নেতা মনে করেন, কেবল কিছু দলের বৈঠক জাতীয় ঐক্যের প্রতীক হতে পারে না।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ঐক্য মানে হচ্ছে এমন এক প্ল্যাটফর্ম, যেখানে শ্রমিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ দেশের কল্যাণে একত্রিত হবে।” কিন্তু বর্তমান সময়ে শ্রম কমিশন কিংবা স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বরং সংস্কার কমিশনে শুধুমাত্র নির্বাচন ঘিরেই আলোচনা সীমাবদ্ধ রয়েছে, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো ইতিবাচক ইঙ্গিত দেখা যায়নি বলেও মন্তব্য করেন নাহিদ।
তিনি আরও বলেন, “আজ এক ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।” নাহিদের দাবি, যখন রাজনৈতিক দলগুলো কাগজে-কলমে ঐক্যের ডাক দিচ্ছে, তখন রাজপথে শ্রমিক শক্তি বাস্তব আন্দোলন করছে। দেশের বিভিন্ন কলকারখানায় আগুন লেগে শ্রমিকেরা জীবন দিচ্ছেন, অথচ তাদের জীবনের মূল্য নির্ধারণ করা হচ্ছে মাত্র দুই থেকে তিন লাখ টাকায়।
তিনি সমালোচনার সুরে আরও বলেন, “ফ্যাসিবাদী আমলে যারা মাফিয়া হিসেবে সুবিধা নিয়েছে, তাদের আইনের আওতায় আনা হয়নি; বরং এখনো তাদের ব্যবসা সুরক্ষা দেওয়া হচ্ছে।” নাহিদ ইসলাম জানান, এরা অতীতে যেমন শ্রমিকদের শোষণ করেছে, আজও সেই ধারাবাহিকতা চলছে। দেশের অর্থনীতিকে সচল রাখছে যারা—সেই শ্রমিকদের পাশে সব সময় থাকবে জাতীয় শ্রমিক শক্তি।