“পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে যদি জুলাই সনদ বানচাল করার চেষ্টা হয়, তবে দেশ পিছিয়ে পড়বে”— এমন স্পষ্ট মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (১৮ অক্টোবর) সকালে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে অযথা তর্কে না জড়ানোই শ্রেয়, কারণ এই সনদে পরিবর্তনের সুযোগ রয়েছে। তিনি আরও আশ্বস্ত করে বলেন, “সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। এই বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।”
জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সনদ বাস্তবায়নের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
প্রসঙ্গত, শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদ-২০২৫ এ স্বাক্ষর করেন। তাদের স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সনদে সই করেন।
জুলাই সনদ তৈরির আলোচনায় মোট ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও এই অনুষ্ঠানে কিছু বামপন্থী দল উপস্থিত ছিল না। অনুপস্থিত দলগুলোর মধ্যে ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশ জাসদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সনদকে অনেকেই একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন, যেখানে মতবিরোধ সত্ত্বেও গণতন্ত্রের চর্চা ও আইনের শাসনের প্রতিশ্রুতি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।