‘জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি’

জুলাই সনদে স্বাক্ষর না করেও জাতীয় নাগরিক পার্টি (National Citizens Party – NCP) রাজনীতি থেকে ছিটকে যায়নি বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে নানা ষড়যন্ত্র চালিয়েছে। কিছু কিছু রাজনৈতিক দল সেই কাঠামোর সঙ্গে সমঝোতা করেছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি তেমনটি করেনি।” তিনি জোর দিয়ে বলেন, “জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছে, তারাই গণ-অভ্যুত্থান ও জনগণের আসল চেতনায় থেকে ছিটকে গেছে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের স্বাক্ষর কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতা মাত্র। আমরা মনে করি, জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন সেই স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি। যদি এর আইনি ভিত্তি না থাকে, তাহলে এটি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা হয়ে দাঁড়াবে।”

সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক জানান, “যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাদের প্রতি আমাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার অংশ হিসেবেই এটি করেছে। তবে আমরা এখন দাবি করছি, সনদটিকে আইনি ভিত্তি দেওয়া হোক।”

এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় ‘জুলাই জাতীয় সনদ’। ওইদিন সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতা উপস্থিত থাকলেও কিছু দল অংশ নেয়নি। অনুপস্থিত দলগুলোর মধ্যে অন্যতম ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি চারটি বামপন্থী দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (CPB), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (BASAD), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ—এ অনুষ্ঠানেও উপস্থিত ছিল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *