সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র আত্মীয় ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ-র বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক (Anti-Corruption Commission)।
রোববার (১৯ অক্টোবর) সংস্থার উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
আকতারুল ইসলাম বলেন, “সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।” পাশাপাশি অর্থ লেনদেনে সন্দেহজনক তথ্য-প্রমাণও হাতে পাওয়া গেছে বলে দাবি করেছেন তিনি।
একইদিন সাভার উপজেলার আলোচিত সাবেক চেয়ারম্যান রাজীবের বিরুদ্ধেও মামলার অনুমোদন দিয়েছে দুদক।
আবুল হাসানাত আব্দুল্লাহ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। তিনি বরিশাল-১ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।
সংস্থাটি জানায়, হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে প্রায় ১৯ কোটি ৭১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি ৪৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এদিকে, আলোচিত সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব-এর বিরুদ্ধেও দুটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগ অনুযায়ী, তার নামে প্রায় সাড়ে চার কোটি টাকার অবৈধ সম্পদ ও ১০৯ কোটি টাকার মানিলন্ডারিংয়ের তথ্য উদঘাটিত হয়েছে বলে জানিয়েছে দুদক।