নয় সচিবকে অবসরে পাঠালো সরকার

সরকারি চাকরির বয়সসীমা ২৫ বছর পূর্ণ হওয়ায় নয়জন সচিবকে একযোগে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে রয়েছেন দুইজন সিনিয়র সচিব এবং সাতজন সচিব—যাদের প্রত্যেকেই সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—সিনিয়র সচিব মো. মনজুর হোসেন (Md. Manzur Hossain) ও মো. মশিউর রহমান (Md. Moshiur Rahman); এবং সচিব মো. সামসুল আরেফিন (Md. Shamsul Arefin), মো. মিজানুর রহমান (Md. Mizanur Rahman), মো. আজিজুর রহমান (Md. Azizur Rahman), মো. নূরুল আলম (Md. Nurul Alam), ড. ফরিদ উদ্দিন আহমদ (Dr. Farid Uddin Ahmed), ড. এ কে এ মতিউর রহমান (Dr. A.K.A. Matiur Rahman) এবং শফিউল আজিম (Shafiul Azim)।

সরকারি সূত্র জানায়, এই কর্মকর্তারা বিভিন্ন সময়ে ওএসডি (Officer on Special Duty) হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে সরকারি সেবায় যুক্ত ছিলেন। তবে চাকরিজীবনের ২৫ বছর পূর্ণ হওয়ায়, বিদ্যমান সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের অবসর দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এবং জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। আদেশে আরও বলা হয়, বিধি অনুযায়ী প্রত্যেক কর্মকর্তা অবসরজনিত সকল সুবিধা পাবেন এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *