আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতায় জড়িত কোনো পক্ষের কেউ গ্রেপ্তার হলে ভোটের আগে মুক্তি পাবেন না—এমন কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় কমিশনার আনোয়ারুল ইসলাম (Anwarul Islam) এই বক্তব্য দেন।
ইউএনওদের উদ্দেশে ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, “নিষ্ঠা ও সততার প্রমাণ দেখানোর এখনই সময়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিকভাবে কাজ করলে ইসি আপনাদের পাশে থাকবে। কিন্তু উদ্দেশ্যমূলক বা অন্যায় আচরণ করলে কেউ ছাড় পাবেন না।”
কর্মশালায় উপস্থিত আরেক কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ (Abul Fazal Md. Sanaullah) বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদ নির্বাচন রাষ্ট্র ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠ প্রশাসনকে সতর্কভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর একটি বিশেষ অ্যাপ উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে তারা সহজেই ভোটের তথ্য ও অংশগ্রহণ প্রক্রিয়া জানতে পারবেন।


