জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ তৈরি হচ্ছে। এরই মধ্যে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে এক অপ্রত্যাশিত দৃশ্যের জন্ম দিয়েছে একটি ঘটনা—সেই এলাকায় জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) প্রার্থী আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কবর জিয়ারত করেছেন বলে জানা গেছে।
২২ অক্টোবর আওনা ইউনিয়নে গণসংযোগে অংশ নিয়ে সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসান (Dr. Murad Hasan)- ওরফে টাকলা মুরাদ এর পিতার কবর জিয়ারত করেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল (Advocate Abdul Awal)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার উপজেলার আওনা ইউনিয়নের পাখিমারা দৌলতপুর এলাকায় তিনি তার দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। এই প্রচারণার মাঝেই তিনি যান বিতর্কিত সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসানের পিতা মরহুম অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের কবরস্থানে।
মরহুম মতিয়ার রহমান তালুকদার ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জামালপুর জেলা আ.লীগের সাবেক সভাপতি। সেখানে কবর জিয়ারতের পর অ্যাডভোকেট আব্দুল আওয়াল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভোটের আশায় আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াত প্রার্থী।


