জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের জুলাই সনদ স্বাক্ষর না করার বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ মনে করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, ৫ আগস্টের মতো আবেগ এখন আর নেই। নাটকে নায়কের অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়। আমরা একমত হতে পারিনি। একমত হলে এনসিপিও আসত।
তবে রাজনীতির সেতারে এই যে বিভেদের সুর, তা যেন দীর্ঘস্থায়ী না হয়–সে বার্তা দিয়ে এই বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, ‘ভবিষ্যতে রাজনীতিবিদদের যেন কেউ দোষারোপ না করতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে সেটা যেন যুদ্ধে পরিণত না হয়। সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলেমিশে কাজ করলে রাজনীতি স্থিতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


