ইসকনবিরোধী মিছিলে ডামি রাইফেল প্রদর্শনের অভিযোগে একজন গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ইসকন (ISKCON)-এর বিরুদ্ধে হওয়া এক মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা-পুলিশ। ঘটনাটিকে ঘিরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মুজাহিদুলকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তুরাগ থানার বরাত দিয়ে বলা হয়, শুক্রবার বেলা ২টার দিকে পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কয়েকজন ব্যক্তি তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের পাশের রাস্তায় গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে।

সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের মুঠোফোনে ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করে তুরাগ থানা-পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই দিন বিকেল সাড়ে চারটার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে ডামি রাইফেলসহ মুজাহিদুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *