অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তিনি জীবনের শেষ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান—আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, কেউ যদি সম্মান দেখিয়ে মন্ত্রিত্বের প্রস্তাবও দেন, তিনি তা গ্রহণ করবেন না।
ধর্ম উপদেষ্টা বলেন, “আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেব না। এটিই আমার শেষ দায়িত্ব।” তিনি আরও জানান, নির্বাচন শেষ হলে বর্তমান সরকারের উপদেষ্টারা নিজেদের পেশাগত বা ব্যক্তিগত কাজে ফিরে যাবেন।
খালিদ হোসেন বলেন, তিনি সব ধর্মের মানুষের জন্য কাজ করছেন এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চান। নিজের দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, “আমি বায়তুল মোকাররমে ইবাদত করি, আবার ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি।” তাঁর মতে, কেউ কেউ দেশে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়, কিন্তু বাংলাদেশ এখন ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতিতে জড়িত না থাকার দাবিও করেছেন তিনি। এ বিষয়ে খালিদ হোসেন বলেন, “হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি।”
উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪,৯৭৮ জন হাজীকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।
বার্তা বাজার/এস এইচ


