এনসিপিতে যোগদান করে লক্ষ্মীপুর-১ আসনে নির্বাচন করবেন তথ্য উপদেষ্টা মাহফুজ — মাহবুব আলম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হবেন বলে জানিয়েছেন তার ভাই মাহবুব আলম (Mahbub Alam)। তিনি জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে এক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন।

রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই উঠান বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলা শাখা। স্থানীয় জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দলের নেতাকর্মীরা আগামী নির্বাচনে মাহফুজ আলমকে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

মাহবুব আলম সাংবাদিকদের বলেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বর্তমানে সরকারের অংশ। তবে তিনি শিগগিরই সরকারের পদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেবেন। রামগঞ্জের মানুষ প্রত্যাশা করছে—তিনি এখান থেকে নির্বাচন করবেন এবং জনগণের প্রতিনিধি হয়ে আগামী সংসদে যাবেন।”

তিনি আরও বলেন, “রামগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ডে মাহফুজ আলমের উদ্যোগে যে ধারাবাহিকতা তৈরি হয়েছে, নির্বাচিত হলে তিনি সেটি বজায় রাখবেন। রামগঞ্জের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য তিনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, তা আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন হবে।”

উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ ও মাসুম বিল্লাহসহ আরও অনেকে।
তাদের বক্তব্যে মাহফুজ আলমের সম্ভাব্য প্রার্থিতা ঘিরে স্থানীয়দের মধ্যে আশাবাদ ও উদ্দীপনা প্রকাশ পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *