গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বক্তব্য থামিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাসনাতের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তোলেন নুর। সম্প্রতি একটি আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই আলোচনা সভায় পাশাপাশি বসেছিলেন নুর ও হাসনাত। এক পর্যায়ে নুরুল হক নুর বলেন, এনসিপিকে দলীয় প্রতীক হিসেবে শাপলা দিতেই হবে। মান্না ভাইয়েরা আগেই শাপলা চেয়েছিলেন। কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। কারণ গেজেটে শাপলা নাই।
নুরুল হক নুর বলেন, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয়নি। ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি হয়নি, এসপি হয়নি, ইউএনও হয়নি। কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে…
নুরুল হক নুর এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্পিকার অন করেন হাসনাত। তখন নুর তাকে বলেন, তুমি পরে বল। তবে, নুরের সেই কথায় সায় না দিয়ে হাসনাত বলেন, কেউ যদি দেখাতে পারেন যে, কোনো জায়গায় সুপারিশ করেছি এসপি, ডিসি, ইউএনও, ওসি নিয়োগ দেওয়ার জন্য, তাহলে এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দেব। এসময় হাসনাত নুরকে উদ্দেশ্য করে বলেন, আপনিও বিভিন্ন লিস্ট পাঠিয়েছেন, ভাগ-বাটোয়ারায় না মেলায় এনসিপির সমালোচনা করছেন।
হাসনাতের বক্তব্যের পর নুর বলেন, এরা একটু নতুন রাজনীতি আছে তো, এদের শিষ্টাচারে একটু ঘাটতি আছে।


