প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়া মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা: সামান্তা শারমিন

নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত রাজনৈতিক দলের প্রতীক তালিকায় ‘পূর্ণ শাপলা’ বা ‘ফুটন্ত শাপলা’ না দিয়ে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন সামান্তা শারমিন (Samanta Sharmin)।
জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি বলেন, “এটি মূলত এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে দেখানোর এক ধরনের প্রয়াস।”

তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, “যদি শাপলার কলি দেয়া যায়, তবে শাপলাও দেয়া সম্ভব। কিন্তু কলি বেছে নিয়ে কমিশন আবারও তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।”
সামান্তার মতে, এটি শুধুমাত্র প্রতীকের বিষয় নয়, বরং একটি দলের মর্যাদাকে খাটো করে দেখানোর প্রতীকী প্রচেষ্টা।

তিনি আরও বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, নির্বাচন কমিশন বড় কোনো দলের সঙ্গে সমঝোতা করে এমন প্রতারণামূলক কাজ করছে। এমন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন (Election Commission) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করেছে।
এই সিদ্ধান্তটি মূলত নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধনের পর প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।
ঘটনাটি প্রকাশের পরই এনসিপির পক্ষ থেকে ক্ষোভ ও প্রশ্নের ঝড় ওঠে রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *